নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪
-68c82b123ecb3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জে সমিতির ঋণের বোঝা সইতে না পেরে এক বেকার যুবক নিজের স্ত্রী ও চার বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন মো. হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও ছেলে আফরান। পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল বউবাজার এলাকার এক ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, শিপলু চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানসহ ভাড়া থাকতেন। দরজাটি বিকেলে ভেতর থেকে বন্ধ পেয়ে স্থানীয়রা নিহতের আত্মীয়-স্বজনের সঙ্গে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন শিপলু একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। অন্য কক্ষে তার স্ত্রী ও সন্তানকে মুখে বালিশ চাপিয়ে হত্যা করা অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক ধারণা, শিপলু মানসিক অবসাদে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছেন।
নিহত শিপলু বউবাজার এলাকার ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ব্যবস্থাপক ছিলেন। করোনা মহামারীর সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। সমিতির মালিক রমজান দীর্ঘদিন ধরে পলাতক। ফলে সমিতির গ্রাহকরা তাদের টাকা ফেরত চাওয়ায় শিপলুর ওপর চাপ সৃষ্টি হয়েছিল। নিজেরও কোন কাজ না থাকায় এবং ঋণগ্রস্ত হওয়ায় মানসিক চাপের কারণে এই ঘটনার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এআরএস