Logo

সারাদেশ

নৌকা ভ্রমণে নিখোঁজ, দুই দিন পর বালু নদী থেকে মরদেহ উদ্ধার

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০

নৌকা ভ্রমণে নিখোঁজ, দুই দিন পর বালু নদী থেকে মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ মানিক রোজারিও (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পূবাইল এলাকার সিকুলিয়া শশ্মান ঘাট সংলগ্ন বালু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জিএমপি পূবাইল থানা পুলিশ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজের আগে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিক রোজারিওর স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৯) করেন।

নিখোঁজ মানিক রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।

ওসি আমিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় পূবাইল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও বলেন, ‘আমার স্বামী শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ নেই। কয়েকবার ফোন করলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছি। কেউ বলেছে তিনি নৌকায় ঘুমাচ্ছেন, কেউ বলেছে তিনি নৌকায় ছিলেন না। পরে তার মোবাইল ফোন জনৈক দুলালের ব্যাগ থেকে পাওয়া গেছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। আমার তিনটি শিশু সন্তান আছে, চারপাশে এখন অন্ধকার দেখছি।’

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘পরিবার যদি সন্দেহভাজন ব্যক্তিদের অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন, তাহলে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নেব।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মরদেহ উদ্ধার নৌ দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর