Logo

সারাদেশ

মানবিক বাংলাদেশ ও জবাবদিহিতামূলক সরকার গড়াই বিএনপির লক্ষ্য : শামা ওবায়েদ

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬

মানবিক বাংলাদেশ ও জবাবদিহিতামূলক সরকার গড়াই বিএনপির লক্ষ্য : শামা ওবায়েদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও বিএনপি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছরে আলেম ও ধর্মপ্রাণ মানুষের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে নিজের নির্বাচনী এলাকায় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘যারা দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, তাদের ওপরও অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। আলেমরা বাড়িতে নিরাপদে থাকতে পারেননি। পুলিশ বাড়িতে গিয়ে তাদের না পেলে পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং অনেককে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল হলেও শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন, তা তার নেতাকর্মীরাও কল্পনাও করতে পারেননি। আগামী দিনে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘ষড়যন্ত্র চলছে এবং রাজনীতিতে ষড়যন্ত্র থাকবেই। আমাদের একটি নীতি ও আদর্শ আছে। জনগণ যদি ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করে, আমরা যেকোনো মূল্যে একটি মানবিক বাংলাদেশ ও জবাবদিহিতামূলক সরকার গড়তে চাই।’

শামা ওবায়েদ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের এমপিরা দুর্নীতি করেছেন। ‘২০০৮ সালে যারা নৌকায় ভোট দিয়েছিলেন, তারা এই ১৭ বছর ধরে দুঃখ ভোগ করেছেন। কারণ, হালুয়া-রুটি আর দুর্নীতির ভাগ প্রধানমন্ত্রীর পরিবার এবং তার কাছের লোকেরাই পেয়েছে। বিনাভোটের এমপিরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ করে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করেছেন এবং ১৯৯১ সালে উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ হলে তিনি সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছেন।’

ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ স্থানীয় বিএনপি ও ওলামা দলের নেতৃবৃন্দ।

পারভেজ মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর