Logo

সারাদেশ

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্বজনরা জানালা দিয়ে ঘরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহতদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার দুর্বৃত্তরা লুট করেছে বলে স্বজনরা দাবি করেন।

ঘটনাস্থলে পিবিআই ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেব। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর