Logo

সারাদেশ

ভাঙ্গায় সড়কে যান চলাচল স্বাভাবিক, যৌথবাহিনীর টহল জোরদার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

ভাঙ্গায় সড়কে যান চলাচল স্বাভাবিক, যৌথবাহিনীর টহল জোরদার

ভাঙ্গায় সড়কে যান চলাচল স্বাভাবিক, যৌথবাহিনীর টহল জোরদার। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের সপ্তম দিনে সড়ক অবরোধের কোনো কর্মসূচি চোখে পড়েনি। তবে আন্দোলনকারীরা অনুপস্থিত থাকলেও সড়কে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গার বিভিন্ন মহাসড়ক ঘুরে দেখা যায়, যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে আগের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কম।

এর আগে সোমবার আন্দোলনকারীরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়া ভাঙ্গা থানা পরিদর্শন করেন পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) রেজাউল করিম মল্লিক, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রাতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশন সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর এ বিষয়ে হাইকোর্টে একটি রিটের শুনানি রয়েছে। সে পর্যন্ত ভাঙ্গাবাসীকে সকল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ফরিদপুরের পুলিশ সুপার জানান, সড়কে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। তিনি বলেন, ‘আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছি।’

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ইমরান মুন্সী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর