সোনারগাঁয়ে গ্যাস লিকেজে আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪
-68c93d44946fa.jpg)
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে বাবা-মায়ের পর এবার এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছর বয়সী মুন্নি মারা যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের সার্জন শাওন বিন রহমান জানান, রাত ৯টা ৪৫ মিনিটে মুন্নি মারা যায়। তার শরীরের প্রায় ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে ৭ সেপ্টেম্বর দুপুরে মুন্নির বাবা মানব চৌধুরী এবং ৮ সেপ্টেম্বর মা বাচা চৌধুরী মারা যান। বর্তমানে পরিবারের অন্য দুই সদস্য—তিন্নি ও মৌরি—একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর ভোরে কাঁচপুর এলাকার ওই বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
সজিব/এআরএস