বগুড়ায় অপহরণ চক্রের ২ সদস্য গ্রেপ্তার, চারজন উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

ছবি : বাংলাদেশের খবর
বগুড়া সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে চারজনকে অক্ষত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সারিয়াকান্দির বাশগাড়ীর আমিনুল ইসলাম বুলবুল (৩৫) ও নারুলী পশ্চিমপাড়ার উকিল (৩৮)।
ডিবি পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর আদালতের কাজ শেষে চারজন ব্যক্তি ফেরার পথে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে জেলা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা বুলবুল ও সহযোগী উকিলকে গ্রেপ্তার করা হয় এবং চারজনকে উদ্ধার করা হয়।
ডিবি অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, বুলবুলের বিরুদ্ধে পূর্বেও রাজনৈতিক ও মাদক সংক্রান্ত চারটি মামলা বিচারাধীন রয়েছে।
জুয়েল হাসান/এআরএস