ধুনটে আন্তর্জাতিক ওজোন দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯
-68c9431b16aaf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার ধুনটে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
চারা রোপণ করা হয় ধুনট সরকারি ডিগ্রি কলেজ, ধুনট আদর্শ স্কুল, গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া জান্নাতুল বাকি কবরস্থান, ঈদগাঁ মাঠ, মসজিদ ও মাদ্রাসায়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সোলায়মান আলী, স্কুলের প্রধান শিক্ষক সেজাব উদ্দিন, শিক্ষক, মাদ্রাসার হুজুর, শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস প্রতি বছর ১৬ সেপ্টেম্বর পালিত হয়। ১৯৮৭ সালে ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকলের মাধ্যমে ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার সীমিত করা হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিকভাবে ঘোষণা করে।
এআরএস