Logo

সারাদেশ

ধুনটে আন্তর্জাতিক ওজোন দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯

ধুনটে আন্তর্জাতিক ওজোন দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার ধুনটে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

চারা রোপণ করা হয় ধুনট সরকারি ডিগ্রি কলেজ, ধুনট আদর্শ স্কুল, গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া জান্নাতুল বাকি কবরস্থান, ঈদগাঁ মাঠ, মসজিদ ও মাদ্রাসায়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সোলায়মান আলী, স্কুলের প্রধান শিক্ষক সেজাব উদ্দিন, শিক্ষক, মাদ্রাসার হুজুর, শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস প্রতি বছর ১৬ সেপ্টেম্বর পালিত হয়। ১৯৮৭ সালে ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকলের মাধ্যমে ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার সীমিত করা হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিকভাবে ঘোষণা করে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর