শ্রীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

গাজীপুরের শ্রীপুরে নিজের বাড়ির পাশের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় সিফাত ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার পাইটালবাড়ি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিফাত ইসলাম ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি সম্প্রতি শ্রীপুরের একটি পোশাক কারখানায় চাকরি ছাড়ার পর বাড়িতে অবস্থান করছিলেন। দুই বছর আগে তিনি তার খালাতো বোন আঞ্জুমান আরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক বছরের এক সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রাতের খাবার খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোন নিয়ে কথাকাটাকাটির পর আঞ্জুমান আরা ঘুমিয়ে পড়েন। পরে হঠাৎ ঘুম ভেঙে স্বামীকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। তখন গোয়াল ঘরের পাশে উন্মুক্ত কক্ষে সিফাতের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বাদল মিয়া বলেন, বউমার চিৎকারে ঘুম ভেঙে গিয়ে দেখি, আমার ছেলে ঝুলে আছে। আমরা দ্রুত হাসপাতালে নিই, কিন্তু সে আর বেঁচে নেই।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সোহেল/এমবি