ঘোড়াশালে বিআইডব্লিউটিএ-রেলের জমিতে উচ্ছেদ নয়, স্থায়ী সমাধান চান এনসিপি নেতা তুষার

নরসিংদী (পলাশ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০
-68c95162bc8f0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীরা বহু বছর ধরে রাজস্ব প্রদান করে জীবিকা নির্বাহ করলেও বারবার উচ্ছেদের মুখে পড়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াশাল পৌর শহরের সাদ্দাম বাজারসহ রেল ও বিআইডব্লিউটিএ-এর জমিতে গড়ে ওঠা দোকানগুলো পরিদর্শনকালে বলেন, ‘বারবার উচ্ছেদের নামে সাধারণ ব্যবসায়ীদের সর্বনাশ ডেকে আনা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপি নরসিংদী জেলা কমিটির সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাদ্দাম মার্কেটের ব্যবসায়ীরা।
সারোয়ার তুষার জানান, রেল কর্তৃপক্ষ আসছে ১৮ সেপ্টেম্বর উচ্ছেদের নোটিশ জারি করেছে। তবে ব্যবসায়ীদের স্বার্থে বিষয়টি রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে নির্ধারিত তারিখে কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে না।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। তাই সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য অস্থায়ী নয়, স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। ভাঙা-গড়ার নামে কারও জীবিকা ধ্বংস করা উচিত নয়।
সারোয়ার তুষার স্পষ্ট করেছেন, ব্যবসায়ীরা কারও অবৈধ সুবিধা বা ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সরকারের কাছে যথাযথ রাজস্ব প্রদান করে বৈধভাবে ব্যবসা চালাতে চান।
বেলায়েত হোসেন/এআরএস