Logo

সারাদেশ

পলাশে এক মাসে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৭৩

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

পলাশে এক মাসে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৭৩

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পলাশ থানা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবক্কর সিদ্দিকী।

সভায় জানানো হয়, গত এক মাসে পলাশ থানা বিভিন্ন অভিযানে ২৪০ পিস ইয়াবা ও ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মোট ৯টি মাদক মামলা রুজু হয় এবং ১২ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১ জন, অন্যান্য নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৩ জন, প্রিভেন্টিভ আইনে ২১ জন, জিআর পরোয়ানায় ৮ জন, সিআর পরোয়ানায় ১৩ জন, জিআর সাজায় ১ জন এবং সিআর সাজায় ৪ জনসহ সর্বমোট ৭৩ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, পলাশ থানার ওসি মো. মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে ওসি মো. মনির হোসেনের নিষ্ঠা ও সাফল্যের জন্য করতালি দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। বক্তারা মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের ওপর গুরুত্ব দেন।

সভাপতি ইউএনও মো. আবুবক্কর সিদ্দিকী বলেন, ‘জনসচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পলাশ উপজেলাকে সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশাসন এ লক্ষ্যে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর