-68ca21658712e.jpg)
নানা প্রলোভনে ১৭ নারীকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে একাধিক বিয়ের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরজ জানানো হয়, একই সঙ্গে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে পটুয়াখালী বিভাগের উপ-বন সংরক্ষক ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছি।
এর আগে, খুলনার খাদিজা আক্তার ও বাগেরহাটের নাসরিন আক্তার দোলনসহ একাধিক স্ত্রী প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি গত ১১ সেপ্টেম্বর বরিশালে সরেজমিন তদন্ত করে অভিযোগকারীদের বক্তব্য গ্রহণ করে। একই দিন ভুক্তভোগীরা মানববন্ধন করে তার বিচার দাবি জানান।
এদিকে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বরিশাল মহানগর আদালতে কবির হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আইনজীবী বাবলু জানান, কবির হোসেন প্রথম বিয়ের তথ্য গোপন রেখে একের পর এক ১৭টি বিয়ে করেছেন। মুসলিম ফ্যামিলি আইনের বিধান লঙ্ঘন করে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করেছেন তিনি।
চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা কবির হোসেন অতীতে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, কর্মস্থলের প্রভাব খাটিয়ে তিনি নারীদের ফাঁদে ফেলতেন। একই ধরনের অভিযোগে তিনি আগেও দুবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন, তবে রাজনৈতিক সুপারিশে পুনর্বহাল হন।
ডিআর/এমএইচএস