Logo

সারাদেশ

জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১

জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের পৃথক দুই মামলায় আবু সাঈদ রবিন নামে এক যুবককে যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। আসামি রবিন পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে ১৪ বছরের প্রতিবেশী এক কিশোরীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে রবিন। এ মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

তিনি আরও জানান, ২০২৩ সালের ৯ এপ্রিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অপহরণের পর ধর্ষণ করে রবিন। ওই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর