শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪
-68ca798fd6ee0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শিবগঞ্জে মোমেনা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার হুদাবালা পূর্বপাড়া গ্রামে মঙ্গলবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম ওই গ্রামের প্রবাসী রানা মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
স্থানীয়রা জানান, মোমেনা দীর্ঘদিন ধরে মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় কষ্ট সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের ধারণা, পারিবারিক দ্বন্দ্বের কারণেও এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা আরও জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে মোমেনা শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নুসরাত জাহান/এআরএস