Logo

সারাদেশ

ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯

ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল—কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা চাচাতো ভাইবোন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পুকুরপাড়ে খেলছিল শিশুরা। একপর্যায়ে রাবেয়া ও আজিবুল পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অ. স. ম. আব্দুন নূর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।

শফিক আল কামাল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর