গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৫

ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় সিমান্ত (১৭) নামে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিমান্ত যশোরের বেনাপোল থানার পুটখালী গ্রামের মফিজুর রহমান মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, কাশিয়ানীতে একটি অজ্ঞাত গাড়ির পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমান্ত গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
পলাশ সিকদার/এআরএস