Logo

সারাদেশ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। সম্প্রতি বৃষ্টিতে স্থানীয় বিএনপি নেতা আবদুল হাই গ্রুপের শোয়েবের একটি পুকুরের মাছ ভেসে যায়। ওই মাছ শিকারকে কেন্দ্র করে শোয়েবের সঙ্গে প্রতিদ্বন্দ্বী টুকু মুনসি গ্রুপের লোকজনের বিরোধ সৃষ্টি হয়।

এ ঘটনার জেরে মঙ্গলবার হরিশংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতির জানাজা থেকে ফেরার পথে টুকু মুনসি গ্রুপের লোকজন শোয়েবের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এর পরদিন সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। পরে তাদেরও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ না আসায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুরহান উদ্দীন/এআরএস

এম বুরহান উদ্দীন
ঝিনাইদহ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর