Logo

সারাদেশ

সরকারি গাছ কাটায় গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫

সরকারি গাছ কাটায় গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

সরকারি গাছ কাটার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে রোকনকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুর রহমান নিজাম বলেন, ‘রোকনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ৭ সেপ্টেম্বর রাতে উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় সরকারি সড়কের পাশে সাতটি গাছ কাটেন রোকন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাছ জব্দ করে। এ ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও জবাব সন্তোষজনক না হওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

এ সময় তার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মিছিলে স্থানীয় মাদক ব্যবসায়ীদেরও দেখা গেছে।

রোকন দাবি করেন, তিনি ভেবেছিলেন গাছ কাটার অনুমতি ছিল। তবে তার আত্মীয় হাজী আবুল হোসেন বলেন, তিনি আবেদন করলেও অনুমোদন পাননি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ‘আবেদন এসেছিল, তবে অনুমোদন দেওয়া হয়নি।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর