সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
-68ca8b0b09a2a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন স্পট থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে পিংকী (২০) নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ পর্যটক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাউজপাড়া এলাকায় গভীর খাদে পড়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
পর্যটকেরা অভিযোগ করেছেন, সাজেকে ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে। তারা বারবার সাজেকে দুর্ঘটনা হওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছোটন বিশ্বাস/এআরএস