Logo

সারাদেশ

কুয়াকাটা সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৪

কুয়াকাটা সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

কুয়াকাটা সমুদ্রসৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বরগুনা সদর উপজেলার রুবেল সৈকতে নারী পর্যটকদের গোসল করার সময় গোপনে ভিডিও করছিলেন এবং অশ্লীল মন্তব্য করছিলেন।

বিষয়টি নজরে আসলে স্থানীয় ফটোগ্রাফাররা তাকে আটক করেন। তার মোবাইল চেক করা হলে প্রচুর ভিডিও পাওয়া যায়। পরে তাকে টুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পর্যটকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করছে। তারা প্রশাসনের কাছ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক জানান, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। রায় ঘোষণার পর অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের এ পদক্ষেপে পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর