ভোলায় নারী পক্ষের উদ্যোগে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ জেলা সম্মেলন

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭
-68ca8f64d6217.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলায় নারী পক্ষের উদ্যোগে এবং ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার (১৭ সেপ্টেম্বর) ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোলার তিন উপজেলার দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
সম্মেলনে তথ্যচিত্রের মাধ্যমে ভোলার জেলার পাশাপাশি প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং তরুণ প্রজন্মের সফলতার গল্প তুলে ধরা হয়। অনুষ্ঠানকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিফাত ফেরদৌস।
বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ের স্বাস্থ্য ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে তরুণদের সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তারা বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ পরিবেশ ও লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।
নারীপক্ষ জানায়, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও অভিজ্ঞতা বিনিময় নিশ্চিত করা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি ও অধিকার সুরক্ষায় সক্রিয় হওয়ার অঙ্গীকার করেন।
২০১৮ সাল থেকে নারীপক্ষ ভোলায় কিশোর-কিশোরী ও যুবাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার সচেতনতা এবং ক্ষমতায়নের কার্যক্রম বাস্তবায়ন করছে।
আদিল হোসেন তপু/এআরএস