Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘোরিয়া মহানন্দা সেতুর ওপর শিক্ষার্থীরা স্লোগান ও ব্যানার নিয়ে অবস্থান নেন।

প্রায় দেড় ঘণ্টা চলা অবরোধের কারণে সেতুর দুই প্রান্তে ৩-৪ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন ভোগান্তিতে পড়ে।

বিক্ষোভকারীরা দাবি করেন—ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি বৈষম্য দূরীকরণ, ‘অসম কমিটি প্রভাখ্যান’ বাতিল এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাহার করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলি না মানা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

জেলা সংগ্রহ পরিষদ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী সমাবেশে অংশ নেন। তারা বলেন, দেশের অবকাঠামো, শিল্প, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, কিন্তু তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত হচ্ছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, জনগণের দুর্ভোগ সৃষ্টিই উদ্দেশ্য নয়; বরং ন্যায্য দাবি আদায়ে বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর