Logo

সারাদেশ

টাঙ্গাইলে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

টাঙ্গাইলে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন। বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তারা এই আন্দোলন করেছেন। এতে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাবনা বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশ প্রশাসনকে সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি তারা এ কর্মসূচি বন্ধ না করে, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। একই সঙ্গে কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে গিয়ে সমবেত হয়। ঘণ্টাখানেকের মধ্যে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।

অবরোধের ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

রেজউল করিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর