Logo

সারাদেশ

এসআইয়ের তৎপরতায় উদ্ধার হলো চুরি হওয়া দুই মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩

এসআইয়ের তৎপরতায় উদ্ধার হলো চুরি হওয়া দুই মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে ১৫ দিন আগে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩০ আগস্ট ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জয়পুরা আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিং এলাকা থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়। পরে ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী মো. আনছের আলী ধামরাই থানায় মামলা (নম্বর-১৮) করেন। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার বাসিন্দা।

গ্রেপ্তাররা হলেন—রাজবাড়ির পাংশা উপজেলার জীবননগর এলাকার মো. ইমরান মিয়া (২৫), কালুখালী উপজেলার কালীনগর এলাকার মো. বিপুল শেখ (৩০), পাংশা উপজেলার শরীশা খালপাড়া এলাকার মো. জাহাঙ্গীর জাহান বনি (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি এলাকার মো. আল আমিন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ জানায়, ৩০ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী তার ২ লাখ টাকা মূল্যের একটি সুজুকি (১৫৫ সিসি) মোটরসাইকেল এবং তার মামার ৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ইয়ামাহা জিকএক্সআর (১৫৫ সিসি) মোটরসাইকেল জয়পুরা বাজারে পার্কিংয়ে লক করে রেখে যান। রাত ১১টার দিকে ফিরে এসে তিনি দেখেন প্রায় ৭ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ওই দুটি মোটরসাইকেল উধাও।

অভিযোগ পাওয়ার পর ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার সুলতান মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযানে নামেন। গত ১৪ সেপ্টেম্বর রাজবাড়ি থেকে ইমরানের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই দিন কুষ্টিয়া থেকে বনি ও বিপুলের হেফাজত থেকে অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। এরপর ১৫ সেপ্টেম্বর আদালতে তাদের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ১৭ সেপ্টেম্বর তারা আবার আদালতে হাজির হন।

তাদের দেওয়া তথ্যে গতকাল রাতে আরও এক আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

ধামরাই থানার এসআই মো. কাউসার সুলতান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর একাধিক স্থানে অভিযান চালানো হয়। রাজবাড়ি ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চুরিসহ যে কোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

মনোয়ার হোসেন রুবেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর