ন্যায্যমূল্যের দাবিতে কালীগঞ্জে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
-68caa26059a2e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য দেন জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। যেসব জমির বাজারমূল্য ১০ লাখ টাকা, সেসব জমির মূল্য ধরা হচ্ছে মাত্র ২ লাখ টাকা। এছাড়া কোনো বাড়ি বা প্রতিষ্ঠানের পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
এসময় তারা ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানান। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আশ্বাস দেন। তিনি বলেন, আগামী সোমবার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে। পরে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এম বুরহান উদ্দীন/এআরএস