Logo

সারাদেশ

সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

সিংগাইরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় দোকান ও অটোরিকশা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভূমদক্ষিণ বাজারে এ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ভিক্ষাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়। নানা কারণে মানুষ এ পেশায় জড়িয়ে পড়ে, যা রাষ্ট্রের জন্যও ভালো বার্তা দেয় না। সরকার এদের পুনর্বাসনের জন্য নিয়মিত উদ্যোগ নিচ্ছে। আজকের এই কর্মসূচি দেখে সত্যিই ভালো লাগছে।

‎আফ্রিদি আহাম্মেদ /এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর