বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর রূপগঞ্জে হিজড়াদের চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ১২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২
-68cac1eb78926.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন এলাকায় হিজড়াদের চাঁদাবাজি ও দৌরাত্ম্যের খবর প্রকাশের পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পথচারী, প্রাইভেটকার, ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী পরিবহনের চালক ও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত হিজড়ারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গালাগালি, হাতাহাতি এবং কখনো কখনো হামলাও করত। এতে সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে ছিল।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসে টাকা দাবি করলে যাত্রীরা অস্বীকৃতি জানায়। তখন হিজড়ারা গাড়িটির ওপর হামলা চালায় এবং যাত্রীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীদের চিৎকারে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার ছবি ও প্রতিবেদন বাংলাদেশের খবর ডিজিটালে প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এরপর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ সংলগ্ন হাবিব নগর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ১২ জন হিজড়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— কাজলী (৬৫), ইমন (১৯), কোহেলী হিজড়া (২৭), আলী শাহ (২২), সিনহা (২৪), মিম (২৪), মৌ (২১), টুনি (১৮), নিশি আক্তার (২০), চামেলী (৪০), নাতাশা (১৮) ও মালা (১৯)। এরা সবাই রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ ও বাগবেড় বাজার এলাকার বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করত।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।’
এন বি আকাশ/এআরএস