কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে দুদকের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮
-68cac58e162f9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের তদন্ত দল হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের হয়রানি, ডিউটি সময়ে চিকিৎসকদের অনুপস্থিতি এবং অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে।
দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, ‘চিকিৎসা সেবা প্রদানে রোগীদের হয়রানি ও ডিউটি সময় চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা হাসপাতালের সব নথিপত্র সংগ্রহ করেছি। এরপর বিষয়টি খতিয়ে দেখে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
এআরএস