Logo

সারাদেশ

বদলির আদেশের পরেও দায়িত্বে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৬

বদলির আদেশের পরেও দায়িত্বে  কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস

বদলির আদেশের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেছে, তবুও দায়িত্বে বহাল আছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়া।

গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করে দিনাজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের ৬ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে তাকে যোগদান করতে হবে। অন্যথায় ৭ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

কিন্তু নির্ধারিত সময়ের ১০ দিন অতিক্রান্ত হলেও শামীম কুদ্দুস ভূঁইয়া বদলিকৃত স্থানে যোগ না দিয়ে কুমিল্লাতেই অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। বদলির স্থানে না যাওয়ার কারণ জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।’

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে বিভিন্ন গণমাধ্যমে শামীম কুদ্দুস ভূঁইয়ার বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজিসহ নানা অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। যদিও তিনি এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন।

এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো নিয়ে তদন্ত চলছে।’ এসময় প্রতিবেদকের এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আপনাকে দেখে নেবো।’ এরপর তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ‘জনস্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়াকে বদলি করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

আনোয়ার হোসাইন/ডিআর/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর