লক্ষ্মী ভাণ্ডারে অলক্ষ্মীর বাস, সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ২

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২
-68cb65dfcc4a9.jpg)
নড়াইলের রূপগঞ্জ বাজারের লক্ষ্মী ভাণ্ডার নামে একটি মুদি দোকানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল উদ্ধার করে দুই জনকে আটক করা হয়েছে। পরে তাদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত নড়াইল সেনা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে জেলা পুলিশের একটি দলও অংশ নেয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।
তল্লাশিতে দোকান থেকে জব্দ করা হয় ৪০টি চোরাই মোবাইল, ৫ বোতল বিদেশি মদ, ৯ ক্যান বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র এবং ৩টি হকিস্টিক। সংবাদ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর অভিযানের খবরে দোকানটির মালিক পলাশ কুন্ডু পালিয়ে যান।
ওসি মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কৃপা বিশ্বাস/এমএইচএস