Logo

সারাদেশ

নেত্রকোনায় মাদক কারবারি আরিফ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮

নেত্রকোনায় মাদক কারবারি আরিফ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোনার মদনে আরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মদন পৌর সদরের চৌরাস্তা মোড়ে তার নিজস্ব পরিবহন “মাইজভান্ডারি” থেকে তাকে আটক করা হয়।

মদন সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা ও অন্যান্য অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা এবং ১টি জিডি রয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে এবং মদন সদর ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারের পরই বুধবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তার বিরুদ্ধে ২০১৩ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়াও নেত্রকোনা থানায় দ্রুত বিচার আইনে ১টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি এবং অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে। অন্য থানাগুলিতে তার বিরুদ্ধে মাদক, মারামারি, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শামসুল আলম শাহ্ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে বুধবার থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম চট্টগ্রামের উদ্দেশ্যে তার নিজ পরিবহন মাইজভান্ডারি বাসে রওনা হচ্ছিল। খবর পেয়ে মদন সেনা ক্যাম্প কমান্ডার শাহরিয়ার আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

  • নিজাম তালুকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর