Logo

সারাদেশ

বিএনপির দু’পক্ষে সংঘর্ষে গুলিতে নিহত ১, আহত ৫

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪

বিএনপির দু’পক্ষে সংঘর্ষে গুলিতে নিহত ১, আহত ৫

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ দ্বন্দ্ব নদী থেকে বালু উত্তোলন, দখল ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে তৈরি হয়েছে। সংঘর্ষের সময় কাইয়ুমের গ্রুপে নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলীও ছিলেন।

তবে স্থানীয়রা বলছে বিএনপির উভয়পক্ষের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন।

নিহত ব্যক্তি হলেন মুরাদনগর গ্রামের ইদন মিয়া (৫৫)। আহতদের মধ্যে পাঁচজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়েছে। এলাকাবাসী তা প্রতিরোধ করেছে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও পতিত আওয়ামী লীগের লোকজন দিয়ে হামলা চালানো হয়। এলাকাবাসী এ হামলার প্রতিরোধ গড়ে তুলেছেন।

এ বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কাইয়ুম মিয়ার মোবাইলে কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুমন রায়/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংঘর্ষ নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর