Logo

সারাদেশ

কুমিল্লায় নিখোঁজ ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০

কুমিল্লায় নিখোঁজ ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামে নিখোঁজের এক মাস চার দিন পর করিম ভুঁইয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গ্রামের একটি বাড়ির সেফটি ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মরদেহ আংশিক পচে গেছে। করিম ভুঁইয়া রসুলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে নিখোঁজ ছিলেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত করছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর