Logo

সারাদেশ

ফরিদগঞ্জে ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

ফরিদগঞ্জে ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত

চাঁদপুরে ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। নিহতের নাম খাজা আহমেদ খান (৫৭)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খাজা আহমেদ খান ও অভিযুক্ত শাহজালাল খান (৩৮) ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। নিহত খাজা আহমেদ পূর্বে দুবাই প্রবাসী ছিলেন। তিনি বর্তমানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে, অভিযুক্ত শাহজালাল এক সময় প্রবাসে ছিলেন। তিনিও বর্তমানে অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর হাসপাতালে নিহতের তৃতীয় ভাই অলি উল্লাহ খান জানান, কয়েকদিন ধরে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। রাত ১১টার দিকে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহজালাল হাতুড়ি দিয়ে খাজা আহমেদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদসহ শাহজালাল বাধা দেন। এক ঘণ্টা পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনার পর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন নিহতের স্ত্রী রুবি আক্তার। পরে থানা থেকে পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে সুরতহাল তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, জানতে পেরেছি সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে হাতুড়ি আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আলআমিন ভূঁইয়া/ নূরুল ইসলাম ফরহাদ/এমবি/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর