Logo

সারাদেশ

লালমোহনে পত্রিকা বিক্রেতা নিশানের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

লালমোহনে পত্রিকা বিক্রেতা নিশানের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

ছবি : বাংলাদেশের খবর

ভোলার বকুলতলা মসজিদের পাশেই বসবাস করেন দৈনিক পত্রিকার বিপণন কর্মী নিশান। সারা জীবন জ্ঞানী, গুণী, রাজনীতিবিদ ও সমাজের বিত্তবানদের কাছে পত্রিকা পৌঁছে দিয়েছেন তিনি।

কিন্তু গত বছর আগে সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। এতে তার একটি পা ভেঙে যায়। দীর্ঘ এক বছর ধরে চিকিৎসাধীন থাকা নিশানের পরিবার তার চিকিৎসার খরচ চালাতে পারছে না। ছোট তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানো এখন তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তশালীদের প্রতি মানবিক সাহায্যের আহ্বান জানানো হয়েছে। সামান্য সহযোগিতার হাত বাড়ালে নিশান ও তার পরিবার কিছুটা হলেও উপকৃত হবেন। সহযোগিতা বা যোগাযোগের জন্য বিকাশ নাম্বার : ০১৭৮৯৮৪৭৯১৩।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর