নারায়ণগঞ্জে ভোটার বেড়েছে ১ লাখ, কেন্দ্র-ভোটকক্ষও বেড়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭
-68cbd514e6572.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে পুরো দেশে। নারায়ণগঞ্জেও জেলা নির্বাচন অফিস পাঁচটি সংসদীয় আসনের জন্য খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার নারায়ণগঞ্জের ৫ আসনে মোট ভোটকেন্দ্র ৭৯৫টি এবং ভোটকক্ষ (বুথ) ৪৫৮৯টি। এর মধ্যে ১৩টি কেন্দ্র এবং ১৭১টি বুথ নতুনভাবে যুক্ত হয়েছে।
জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান জানান, খসড়া কেন্দ্র তালিকায় কারও আপত্তি থাকলে ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে হবে। আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ২০ অক্টোবর প্রকাশ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৫৯ হাজার ৭৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৫ হাজার ৭৪৮ এবং মহিলা ভোটার ১১ লাখ ৬৪ হাজার ২২। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মোট ভোটার ছিল ২২ লাখ ৫৫ হাজার ৬০। অর্থাৎ পাঁচ বছরে ভোটার বেড়েছে প্রায় ১ লাখ ৪ হাজার ৭০০, যার বড় অংশ নতুন তরুণ ভোটার।
জেলার পাঁচটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা, কেন্দ্র ও বুথের সংখ্যা নিম্নরূপ:
-
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) : ভোটার ৪ লাখ ৪ হাজার, কেন্দ্র ১২৮, বুথ ৭৬৩।
-
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) : ভোটার ৩ লাখ ৫৯ হাজার, কেন্দ্র ১১৭, বুথ ৭০৬।
-
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) : ভোটার ৩ লাখ ৬৩ হাজার, কেন্দ্র ১৪৩, বুথ ৭৫৩।
-
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : ভোটার ৭ লাখ ১৮ হাজার, কেন্দ্র ২৩১, বুথ ১৩৬২।
-
নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) : ভোটার ৫ লাখ ১৪ হাজার, কেন্দ্র ১৭৫, বুথ ১০০৫।
নির্বাচন কমিশন জানায়, কেন্দ্র ও বুথ বৃদ্ধি কেবল পরিসংখ্যান নয়, বরং নিরাপত্তা ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিরও অংশ। বিশেষ করে শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় কেন্দ্রের অবস্থান নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে চূড়ান্ত তালিকা প্রকাশ, এবং ফেব্রুয়ারির প্রথমভাগে ভোট গ্রহণ হবে। ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ, ইভিএম বা ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত এবং নিরাপত্তা পরিকল্পনা ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
পর্যবেক্ষকরা মনে করছেন, নারায়ণগঞ্জে প্রায় ১ লাখ নতুন ভোটার আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, বিশেষ করে প্রথমবার ভোট দেওয়ার বয়সে যেসব তরুণ ভোটার আছেন।
এআরএস