শ্রীপুরের পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪
-68cbd6e2a049c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার পূর্ব-মাধুখোলা খাসপাড়া তালুকদারের ভিটা সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় কয়েকজন শিশু গজারি বনে পাতা কুড়াতে গিয়ে প্রথমে পুকুরে ভেসে থাকা মরদেহটি দেখতে পায়।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম নান্নু জানান, শিশুদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, `ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।'
পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তসহ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আতাউর রহমান সোহেল/এআরএস