Logo

সারাদেশ

গাইবান্ধা শহরের প্রধান সড়কে হাঁটুপানিতে ভোগান্তি

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫

গাইবান্ধা শহরের প্রধান সড়কে হাঁটুপানিতে ভোগান্তি

ছবি : বাংলাদেশের খবর

অতি ভারী বর্ষণে গাইবান্ধা পৌর এলাকার অধিকাংশ সড়কে হাঁটুপানি জমে গেছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিস্কাশন না হওয়ায় শহরের বিভিন্ন মহল্লা ও প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

জলাবদ্ধতার কারণে কাচারী বাজারসহ পুর্বপাড়া, মুন্সিপাড়া, মধ্যপাড়া, স্কুললেন, মাষ্টার পাড়া, ভি এইড রোড, ষ্টেশন রোডসহ শহরের বেশ কিছু সড়কে হাঁটুপানি জমেছে। ষ্টেশন রোড ও কাচারী বাজার এলাকায় পানি জমে দুই পাশের দোকানগুলোতে প্রবেশ করেছে, ফলে ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। এজন্য কাচারী বাজার এলাকায় দুই পাশে রশি ও চৌকি দিয়ে রাস্তায় যান চলাচল ও লোকজনের চলাচল বন্ধ করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টিতে পৌর এলাকার শত শত বাড়িতেও পানি উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে পৌরসভার সঠিক ড্রেনেজ পরিকল্পনা ও সংস্কারকাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবারের টানা বর্ষণে সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে নালা-নর্দমা পরিষ্কার ও পানি নিস্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য শিগগিরই একটি আধুনিক ড্রেনেজ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর