কালীগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৭৭ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮
-68cbda28485e8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় কালীগঞ্জ বাজারের কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে (৪০) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারার অপরাধে ১০৯ ধারায় কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের বাসিন্দা বাবুল মিয়াকে (৫০) এক হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন সকালেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পৃথক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কালীগঞ্জ বাজারের তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়াকে (৪২) ২৫ হাজার টাকা এবং আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী দিলীপ চন্দ্রকে (৬৮) এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের চারটি পৃথক অভিযানে মোট চারটি মামলায় ৭৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, ‘কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত কাজের অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যারা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরাবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোকে আইনগতভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
এআরএস