টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে।
আটক ব্যক্তি মিয়ানমারের মংডু এলাকার মো. ওসমানের পুত্র ওমর ছিদ্দিক। তিনি স্থানীয় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
টেকনাফ ব্যাটালিয়নের ২বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সাবরাং সুইচ গেইট এলাকায় কেওড়া বাগানের ভেতরে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে মাদক চালান নেওয়ার জন্য অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর রাতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ওমর ছিদ্দিককে আটক করা হয়।
লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা দেশের আইন অনুযায়ী জব্দ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ইব্রাহীম মাহমুদ/এআরএস

