Logo

সারাদেশ

শ্রীপুর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে স্বজনপ্রীতির অভিযোগ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

শ্রীপুর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে স্বজনপ্রীতির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ঘিরে স্বজনপ্রীতি, চাটুকারিতা ও ত্যাগী নেতাদের বঞ্চনার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেংরা মোড়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতা শেখ আ. আজ্জাক এসব অভিযোগ তোলেন।

তিনি বলেন, ১৯৮২ সাল থেকে দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও আজ তিনি রাজনৈতিকভাবে অবহেলিত ও উপেক্ষিত। বরমী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে গাজীপুর জেলা যুবদল এবং উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবুও তাকে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

শেখ আ. আজ্জাক অভিযোগ করেন, বর্তমান আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন এমন অনেকেই অতীতে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রেখেছেন। ‘ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে দলীয় চাটুকার ও আত্মীয়স্বজনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে,’ বলেন তিনি।

বিশেষ করে গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন শেখ আজ্জাক। তার অভিযোগ, ‘তিনি দলটিকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে পরিচালনা করছেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর আত্মীয়তার জোরেই নেতৃত্বের আসনে বসেছেন।’

তিনি আরও বলেন, শ্রীপুরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, কেউ সত্য কথা বললে তাকে দল থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়। এতে নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন, যার ফলে দলীয় জনসমর্থনও কমে আসছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা-কর্মী। গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না বলেন, ১স্বজনপ্রীতি ও পরিবারকেন্দ্রিক রাজনীতির কারণে আমরা কমিটিতে স্থান পাইনি। দীর্ঘদিন দলের জন্য কাজ করেও অবমূল্যায়িত হতে হচ্ছে। আমরা দল করি সম্মানের জন্য, অপমানের জন্য নয়।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছর যারা মাঠে ছিলেন না, তারাই এখন স্বজনপ্রীতির মাধ্যমে কমিটিতে স্থান পাচ্ছেন। আমরা এই কমিটির বিলুপ্তি দাবি করছি। না হলে ভবিষ্যতে জাতীয় নির্বাচনেও ছাত্র সংসদ নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’

সংবাদ সম্মেলনে অন্যান্য নেতারাও ক্ষোভ প্রকাশ করে দলের কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর