Logo

সারাদেশ

পটুয়াখালীতে ঝরে পড়া তরুণদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ শুরু

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

পটুয়াখালীতে ঝরে পড়া তরুণদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ শুরু

ছবি : বাংলাদেশের খবর

ঝরে পড়া তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জনে পটুয়াখালীতে শুরু হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কর্মসূচি ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)’।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও পলিটেকনিক ইনস্টিটিউটে আলাদাভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহসিন উদ্দীন।

১৪ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য ছয় মাস মেয়াদি এ কোর্সে থাকছে চারটি ট্রেড— ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এবং মোবাইল ফোন সার্ভিসিং।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মফিজুল ইসলাম জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা টিভিইটি সোপানের এনএসসি-১-এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ ও নিরাপত্তা সামগ্রী দেওয়া হবে এবং যাতায়াত ভাতা ব্যাংক হিসাবে প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কার্যক্রম তরুণদের শুধু সাক্ষরতা নয়, কর্মসংস্থানের দক্ষতা অর্জনের সুযোগ দেবে। এতে তারা আত্মনির্ভরশীল হয়ে জীবনমান উন্নয়নে এগিয়ে যাবে।

প্রশিক্ষণার্থী রহিম খান বলেন, ‘বিনা খরচে প্রশিক্ষণ পেয়ে ভবিষ্যতে কাজ করার আত্মবিশ্বাস পাচ্ছি।’

অভিভাবক সাবিকুন নাহার জানান, ছেলে পড়াশোনার আগ্রহ হারালেও এই প্রশিক্ষণ তাকে নতুন উদ্যম দিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দীন বলেন, ‘সরকার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে ঝরে পড়া তরুণরা কর্মমুখী জ্ঞান অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।’

মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর