Logo

সারাদেশ

ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহ বিরোধী আইন হবে না : মেজর হাফিজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহ বিরোধী আইন হবে না : মেজর হাফিজ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না।

তিনি বলেন, ‘বিএনপি সবসময় ধর্মপ্রাণ মুসলমানদের মূল্যায়ন করেছে। অতীতেও আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিনদের সম্মান দেওয়া হয়েছে; ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাবলিক লাইব্রেরির হলরুমে আয়োজিত ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ আরও বলেন, ‘বাংলাদেশ একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র। ইসলামের বিরুদ্ধে কোনো আইন আগামীতে আর কেউ করতে পারবে না। শেখ হাসিনার পরিণতি দেখার পর রাজনৈতিক দলগুলো এখন সাবধান হয়েছে। দেশে ইসলামী জাগরণ হয়েছে।’

লালমোহন করিম রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিএনপি নেতারা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর