Logo

সারাদেশ

ভূমধ্যসাগরে নিখোঁজ গৌরনদীর ৩৮ জনের সন্ধান মিলেছে

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮

ভূমধ্যসাগরে নিখোঁজ গৌরনদীর ৩৮ জনের সন্ধান মিলেছে

ইতালির উদ্দেশ্যে সাগরপথে লিবিয়ার বেনগাজী থেকে রওনা দিয়ে নিখোঁজ হওয়া বরিশালের গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান মিলেছে লিবিয়ার জেলে।

গত ১১ দিন ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা দুশ্চিন্তায় ছিলেন। বুধবার রাতে ইতালি প্রবাসী দালাল চক্রের সদস্য গৌরনদীর ডুমুরিয়া গ্রামের জাকির হোসেন মোল্লা স্বজনদের জানান, লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী ওই যুবকদের আটক করেছে। তাদের সঙ্গে আরও একটি নৌকার ৩২ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ৭০ জন বাংলাদেশি বন্দি রয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গৌরনদীর বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকেরা চলতি বছরের ২৩ আগস্ট ওমরা হজ ভিসায় সৌদি আরব গিয়ে সেখান থেকে দালালদের মাধ্যমে লিবিয়ায় যান। পরে ৯ সেপ্টেম্বর রাত একটার দিকে সাগরপথে ইতালি যাওয়ার সময় তারা আটক হন।

প্রত্যেকেই দালাল চক্রকে ১৫ লাখ টাকা করে দিয়েছেন বলে স্বজনদের অভিযোগ। আটক এক যুবকের মা নাজমা বেগম বলেন, ‘আমার ছেলে বলেছিল আর কষ্ট করতে হবে না। কিন্তু এখন সে জেলে।’ আরেক অভিভাবক অভিযোগ করেন, স্থানীয় জাকির হোসেন মোল্লার মাধ্যমেই দালাল চক্রকে টাকা দিতে হয়েছে।

জাকিরের বোন তানিয়া আক্তার বলেন, তার ভাই কাউকে জোর করে নেননি; সবাই ঝুঁকি জেনেই গিয়েছেন। তবে জেলে থাকা স্বজনদের মুক্ত করতে চেষ্টা চলছে।

গৌরনদী থানার ওসি তারিকুল ইসলাম জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিজান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর