Logo

সারাদেশ

কলাপাড়ায় খাস জমিতে বিএনপির সাইনবোর্ড টানিয়ে ঘর নির্মাণের অভিযোগ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

কলাপাড়ায় খাস জমিতে বিএনপির সাইনবোর্ড টানিয়ে ঘর নির্মাণের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের প্রবেশপথের পাশে খাস খতিয়ানভুক্ত ৬৪৪১ দাগের জমিতে ফজলুল হক ও তার অনুসারীরা একটি ঘর নির্মাণ করেন।

জায়গাটি দখল করার উদ্দেশ্যে ঘরের গায়ে ‘৫ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষসহ বিএনপির নেতাকর্মীরা। প্রতিবাদ জানাতে গিয়ে কয়েকজন প্রবীণ নেতা ফজলুল হকের অনুসারীদের হাতে লাঞ্ছিত হন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ফজলুল হক মৃধা বলেন, ‘খাস জমিতে নয়, কার্ডের জমিতে মালিকের সঙ্গে চুক্তি করে ঘরটি নির্মাণ করা হয়েছে।’

তবে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, ‘দলীয় কার্যালয় যদি হয়, তবে বৈধ জায়গায় হবে। অবৈধভাবে খাস জমিতে ঘর তুলে দলের সাইনবোর্ড টানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে প্রশাসন ভেঙে দিলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অফিসের প্রয়োজন হলে ঘর ভাড়া বা বৈধ জমি কিনে ঘর করা উচিত।’

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘ঘর নির্মাণের বিষয়টি আমাদের জানা ছিল না। খাস জমিতে কোনোভাবেই ঘর তোলা যাবে না। যদি সেখানে ঘর নির্মাণ করা হয়ে থাকে, তা দ্রুত সরিয়ে নিতে ইউনিয়ন বিএনপিকে বলা হয়েছে।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন সাদেক বলেন, ‘খাস জমিতে নির্মিত ঘর দ্রুত সরানো না হলে তা প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে।’

জাকারিয়া জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর