বগুড়ায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নারীকে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০

বগুড়ায় পুলিশ কনস্টেবল মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় এক নারী। এ বিষয়ে ভুক্তভোগী মোছা. তুলা রানী ১৭ সেপ্টেম্বর পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। পরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ করেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, প্রায় ৪–৫ বছর আগে তালাকপ্রাপ্ত হওয়ার পর তুলা রানীর সঙ্গে কনস্টেবল আব্দুর রহমানের পরিচয় হয়। তখন তিনি পাবনার সাথিয়া থানায় কর্মরত ছিলেন। একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
তুলা রানীর দাবি, বিবাহের প্রলোভন দেখিয়ে আব্দুর রহমান দীর্ঘদিন সম্পর্কের মধ্যে জড়ান। এ সময় বগুড়ার বিভিন্ন হোটেল ও পার্কে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে বিবাহের আশ্বাসে পর্যায়ক্রমে তার কাছ থেকে প্রায় ৯ লাখ ২০ হাজার টাকা নেন।
অভিযোগে আরও বলা হয়েছে, চলতি মাসে ছুটিতে গ্রামের বাড়ি এসে গত ৫ সেপ্টেম্বর বিকেলে সুযোগ বুঝে আব্দুর রহমান তার (তুলা রানীর) বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে কৌশলে সরে পড়েন।
তুলা রানীর অভিযোগ, ঘটনার পর তিনি আব্দুর রহমানের পরিবারের কাছে বিচার চাইলে তারা বিষয়টি গোপন রাখতে বলেন এবং দ্রুত বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে পরে কনস্টেবল আব্দুর রহমান আর যোগাযোগ রাখেননি, কর্মস্থলেও ফিরে যান। তিনি ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এআরএস