জয়পুরহাটে অবৈধ বহিষ্কারাদেশের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯
-68cc105151d52.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাটে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বহিষ্কৃত ছাত্রদল নেতারা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন। শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বহিষ্কৃত নেতারা দাবি করেন, তাদের স্বপদে বহাল করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী ও জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না বলেন, অগণতান্ত্রিকভাবে কাউন্সিলে বাধা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়েছে।
নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে রবিবার থেকে অনশন কর্মসূচি শুরু এবং ছাত্রদলের তিন শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করবেন।
উল্লেখ্য, ১৫ আগস্ট কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এসআইসহ অন্তত সাতজন আহত হন। ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কৃত সাত নেতাকে শাস্তি প্রদান করে।
মাহফুজ/এআরএস