পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪
-68cc1178012d3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টানা তিন দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাঁধ ভেঙে নদীর তীরবর্তী অন্তত তিনটি ঘর ভেঙে যায়। এতে অসহায় হয়ে পড়েছেন নদীপারের মানুষ।
ঝিনাইগাতী উপজেলার সদরের পূর্ব খৈলকুড়া গ্রামের রহিম, শফিকুল, সাদেক, সাত্তার মিয়া ও বাচ্চু মিয়ার ঘর ঢলে ধ্বংস হয়েছে। এছাড়া সোমেশ্বরী নদীর পানি বেড়ে ধানশাইল ইউনিয়নের কাড়াগাঁও-ধানশাইল সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত সাত্তার মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ, কামে খাই। কোন জিনিসই বাঁচাতে পারিনি। বাঁধ কিছুদিন আগে ঠিক করা হয়েছিল, কিন্তু আমাদের বাড়ির দিকে আর বাঁধ করলো না।’
রহিম মিয়া বলেন, ‘ঢল এসে ঘরভাসিয়ে নিয়ে গেছে। খাট, শোকেস কিছুই বাঁচাতে পারিনি। এখন পরিবার নিয়ে রাস্তার উপর থাকতে হবে।’
কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রার ৯৩,৭৫০ হেক্টরের মধ্যে ৯৯ শতাংশ ধান রোপণ সম্পন্ন হয়েছে। ঝিনাইগাতীতে নিম্নাঞ্চলের কিছু জমির ফসল প্লাবিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রস্তুতি মিটিংও করা হয়েছে।
শাহরিয়ার শাকির/এআরএস