Logo

সারাদেশ

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো আমরা বিএনপি পরিবার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো আমরা বিএনপি পরিবার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলায় আগুনে পুড়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় এই সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও তার প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী–রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর কথা দিয়েছিলেন। তার কথা রাখতে আমরা আজ তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের নেতৃবৃন্দ সব সময় তাদের খোঁজ খবর রাখছেন। এর আগে বিএনপি পরিবারের পক্ষ থেকে মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় মানুষের দুঃসময়ে পাশে থেকেছে। দলের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াবো।’

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন বলেন, "তারেক সাহেব লন্ডন থেকে আমাদের কথা ভেবেছেন এবং পাশে এসে দাঁড়াচ্ছেন। আমরা সব সময় তার পরিবারের জন্য দোয়া করি। ভবিষ্যতে যেন বগুড়াবাসীও আমাদের পাশে দাঁড়াতে পারেন, সেই কামনা করি।"

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, হাসনাইন নাহিয়ান সজিব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়। সাহায্যের আশায় দিন পার করছিলেন তারা।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর