Logo

সারাদেশ

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মূল আসামি গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মূল আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গত ২২ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ সেই ঘাতক চালককে গ্রেপ্তার করেছে।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ফেনী জেলার সদর থানাধীন ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রধান আসামি লরি চালক মো. আরিফ হোসেন (২৩) নোয়াখালী সুধারামপুর এলাকার চন্দ্র ভল্লব গ্রামের নূর হোসেনের ছেলে।

দুর্ঘটনার পর সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অনুসন্ধানে জানা যায়, দুর্ঘটনায় ব্যবহৃত লরি চট্টগ্রাম মেট্রো-ঢাকা-৮১-১৪৪৩ নম্বরের ছিল। পুলিশ দ্রুত আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দীর্ঘ অনুসন্ধানের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। তাকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর